বাঁশখালী আদালতের সিনিয়র এ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরীর বাসায় গ্রিল কেটে বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাঁশখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ বা মামলা হয়নি; কেউ গ্রেপ্তারও হয়নি।
স্থানীয় সূত্র জানায়, বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরীর পরিবারের সদস্যরা ২–৩দিন যাবত সবাই শহরে ছিলেন। রবিবার সকালে এসে দেখেন বাসার গ্রিল কাটা। দরজা ভেঙে, আলমিরা তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )সাইফুল ইসলাম বলেন, বাসায় কেউ না থাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো মামলা হয়।