বাঁশখালীতে আইনজীবীর বাসায় চুরি

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালী আদালতের সিনিয়র এ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরীর বাসায় গ্রিল কেটে বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাঁশখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ বা মামলা হয়নি; কেউ গ্রেপ্তারও হয়নি।

স্থানীয় সূত্র জানায়, বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরীর পরিবারের সদস্যরা ২৩দিন যাবত সবাই শহরে ছিলেন। রবিবার সকালে এসে দেখেন বাসার গ্রিল কাটা। দরজা ভেঙে, আলমিরা তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )সাইফুল ইসলাম বলেন, বাসায় কেউ না থাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রাথমিকে ভর্তি ১৫ ফেব্রুয়ারির মধ্যে
পরবর্তী নিবন্ধরাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় শহীদ জিয়া ছিলেন সবচেয়ে সফল