আগামী ১০ মাস থেকে শুরু হবে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া হতে সন্দ্বীপ-গুপ্তছড়া ঘাটে ফেরী চলাচল। আজ (১৯ জানুয়ারি) রবিবার দুপুর ১২ টার দিকে বাঁশবাড়িয়া ফেরীঘাটের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে একথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
পরিদর্শনকালে উপদেষ্টা আরও বলেন, এ ফেরীঘাটকে ঘিরে এখানকার রাস্তাঘাটেরও উন্নয়নের কাজ চলছে। অতীতে সরকারগুলো যে উন্নয়ন করেছে তা ছিলো ঢাকা কেন্দ্রিক অথবা বড়লোকদের জন্য। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারের কথা হচ্ছে আমরা উন্নয়নটা পৌঁছে দেব অবহেলিত অঞ্চলে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। এই কাজের সাফল্যের অংশ হিসেবে আরো যেখানে যোগাযোগের উন্নয়ন হয়নি সেখানেও উন্নয়ন করব আমরা। এদিন ঘাট পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির সাংবাদিকদের আরও বলেন, সন্দ্বীপে যাতায়াত করাটা একটি শাস্তির মত ছিল। এখানে যেতে নারীদেরও কোমর পরিমান পানিতে নামতে হয়।
মাথার উপরে জিনিসপত্র নিয়ে অনেক কষ্টে তারা নৌযানে উঠতে হয় তাদের। তাছাড়া ঘাটেও নানান অব্যবস্থাপনা আছে। সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। কখনো এখানে উন্নয়নের ছোঁয়া টুকু লাগেনি। সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আমার বাড়িও সন্দ্বীপ। কিন্তু সেটি মূল বিষয় না। এটি হচ্ছে উন্নয়নের ইস্যু।
তিনি বলেন, বিচ্ছিন্ন জেলা ভোলাতেও আমরা ব্রীজ নির্মাণের চিন্তা করছি। সন্দ্বীপের কাজটা কতটুকু সফল হয় দেখে পরবর্তীতে আমরা সড়ক যোগাযোগের দিকে ভাবব। তবে সড়কের কাজ খুবই ব্যয় বহুল। এ জন্য যদি কোন অর্থনৈতিক কর্মকান্ড না হয় সড়কের বিনিয়োগ ঠিক হবে না। ভোলাতে গ্যাসের সন্ধান পাওয়ায় ব্রিজ করার চিন্তা করছি আমরা।
কারণ, ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজনীয়তা বেড়েছে। সরকারের সম্পদ সীমিত। এসময় ফেরী চলাচল বিষয়ে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, দুই পাশে এপ্রোচ সড়ক যেটি রয়েছে সেটির কাজ করছি বর্তমানে।
আমরা টার্গেট নিয়েছি আগামী মার্চের ১০ তারিখের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং ফেরী চলাচল শুরু হবে। প্রধান উপদেষ্টা নিয়মিত এই কাজটির খোঁজ খবর নিচ্ছেন।
এদিন উপদেষ্টার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিআইডব্লিউটিএ প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনীর কর্মকর্তাসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।