চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে অবৈধ পাঁচ টন কয়লাসহ ইঞ্জিনচালিত দুইটি কাঠের বোট জব্দ করেছে নৌ-পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর মোহরার পাড় এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক।
নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। দুইটি বোডের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। একই সাথে বোটে থাকা পাঁচ টন কয়লা যার জব্দ করা হয়। কয়লার আনুমানিক মূল্য ১লাখ ২৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
ওসি একরামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে দুইটি বোড ও পাঁচটন কয়লা জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।