বাঁশখালীতে উপদেষ্টা হাসান আরিফের স্মরণসভা

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় খাঁন বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজে প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি ও সিরাজুল আলম খান সেন্টারের চেয়ারম্যান রায়হানুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে।

অনুষ্ঠনে রায়হানুল ইসলাম বলেন, বিগত দিনে যখন যারা ক্ষমতায় গিয়েছে তখন তারা নিজেরাই স্বাধীনতার কৃতিত্ব দাবি করেছে। স্বাধীনতার ইতিহাসকে দলীয়করণ করতে দেওয়া হবে না। তিনি গত ১৫ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য ডা. শাহদাতের প্রশংসা করেন। তিনি আরও বলেন, সকল বড় রাজনৈতিকদলের ভেতর সংস্কার প্রয়োজন। এক ব্যক্তির নিয়ন্ত্রিত সংস্কৃতির চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দলের ভেতর গণতন্ত্র চর্চা না থাকলে সরকারে যাওয়ার পর গণতন্ত্রের প্রতি সম্মান না দেখানোর সম্ভাবনা থাকে। তিন আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে ওরা সংস্কার চায় বা নির্বাচন চায় নাকি দুইটায় চায়। যদি সংস্কার এবং নির্বাচন দুইটাই চায় তাহলে সংস্কার কিভাবে হবে তার ফর্মুলা দিতে হবে যেখানে সংস্কারের গ্যারান্টি থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনে আওয়ামী দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমানের আদর্শ ও ভাবনা ধারণ করতে হবে : খসরু