চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার উদ্যোগে সম্প্রতি প্রান্তিক পর্যায়ের শীতার্ত মানুষ ও সাউন্ড ক্রুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরঘাটস্থ স্কলারস্ স্কুল এন্ড কলেজে সংস্থার নব–নির্বাচিত সভাপতি হিল্লোল রায়। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর অঞ্জন কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম।
সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুদিপ মিত্র দোলন, লায়ন প্রবীর দত্ত সাজু, মঈনুল ইসলাম সেলিম, পিযুষ সেন, পঙ্কজ নাথ, রনী বিশ্বাস, অপু বড়ুয়া, সুজন বিশ্বাস, ত্রিদীব দাশ ছোটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।