প্রখ্যাত আইনজীবী ও সমাজ সংস্কারক আবদুল লতিফ উকিলের ৫৮তম মৃত্যুবার্ষিকী কাল। এ উপলক্ষে হাটহাজারীস্থ গ্রামের বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে যোগ দেওয়ার জন্য মরহুমের দৌহিত্র কামরুল হাসান কাদেরী রুহিন, ইলিয়াছ কাদেরী, সাজিদুল আনোয়ার ও শিহাব কাদেরী অনুরোধ জানিয়েছেন। তাছাড়াও ঢাকা সহ সারাদেশে এবং সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে মরহুমের আত্মীয় স্বজনদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আবদুল লতিফ উকিল ১৮৯৫ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৬৫ সালের ২০ জানুয়ারি ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।