গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে মেধা বিকাশ শিক্ষা উৎসব, বিজ্ঞান বক্তৃতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র উদ্যোগে মেধা বিকাশ শিক্ষা উৎসব, স্কুল মাদ্রাসা ভিত্তিক প্রতিযোগিতা মেধা বিকাশ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল সরওয়ার, ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমদ রনি, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান, উদ্ভিদ বিভাগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক। অনুষ্ঠানে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনে অবদান রাখায় নয়জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।