আল্লাহর দ্বীনের জন্য সময়, শ্রম ও মেধা কুরবানি করতে হবে

টাইগারপাসে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তারা

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার ওপর অর্পিত অপরিহার্য দায়িত্ব কর্তব্যসমূহের মধ্যে ইসলামী আন্দোলন অন্যতম। আল্লাহতায়ালার প্রকৃত বান্দা হওয়ার জন্য পূর্ণাঙ্গ মুসলমান হওয়া আবশ্যক। ইসলামী সমাজ ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য ইসলামী আন্দোলনের মাধ্যমে ইকামতে দ্বীনের বড় ফরজটি আদায় করলে অন্যান্য ফরজ আদায় করা বান্দার জন্য সহজ হয়ে যায়। তিনি বলেন, যে দেশে আল্লাহর আইন ও রাসূলের (সা.) আদর্শ কায়েম নেই তা কায়েমের চেষ্টাই ইসলামী আন্দোলন। তাই আল্লাহর দ্বীনের জন্য সময়, শ্রম ও মেধা কুরবানি করতে হবে। গতকাল শনিবার খুলশী থানার ১৪ নম্বর লালখান বাজার প্রশাসনিক ওয়ার্ডের টাইগারপাস সাংগঠনিক ওয়ার্ড শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি জামাল ই আলমের সভাপতিত্বে টাইগারপাসস্থ বিআরইএল ভবনে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, লালখান বাজার প্রশাসনিক ওয়ার্ডের আমীর মাওলানা হাফেজ আবু রাশেদ, মাওলানা আবুল বশর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযান শুরু হবে প্রথম দিন থেকেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট কার্যনির্বাহী পরিষদের সভা