উপদেষ্টা ফারুক-ই-আজমের সাথে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের সাক্ষাত

বাফুফেকে এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ বাফুফের নিকট ২৫ বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এখন সে বরাদ্দ বাতিলের বিষয়ে গতকাল ১৮ জানুয়ারি শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুকআজমের সাথে সিজেকেএস কাউন্সিলরবৃন্দের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এসময় সিজেকেএস কাউন্সিলরবৃন্দ গত ৮ জানুয়ারি প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার বরাবরে প্রেরণকৃত চিঠির বিষয়বস্তু উপদেষ্টা ফারুকআজমের নিকট তুলে ধরেন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের নিকট বরাদ্দের সিদ্ধান্ত বাতিলের ব্যাপারে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের দাবিগুলো উপদেষ্টা মনযোগ দিয়ে শানেন।

তিনি চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের দাবিগুলোর যৌক্তিকতাকে সমর্থন করেন এবং এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রীড়াংগনে প্রয়োজনীয় সংস্কার আনতে চট্টগ্রামের সকল ক্রীড়া ক্লাবগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়া সংগঠকদের পক্ষে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ আবুল বশর, সৈয়দ সাহাব উদ্দিন শামীম, মো. আমিনুল ইসলাম, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, শাহাজাদা আলম, আহসান ইকবাল চৌধুরী, আকতারুজ্জামান, শওকত হোছাইন, আলী হাসান রাজু, মো. জাহিদুল হক শিপলু, ক্রিকেটার শহীদুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে ভালো কিছু হচ্ছে না বললেন সুজন
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের