খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুণ্য আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে শেষ হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা আমিন উল্লাহ স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেন শিলক ফকিরাঘাট ফুটবল একাদশ ও পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে জয় পায় পদুয়া ইউনিয়ন একাদশ। গত ১৬ জানুয়ারি রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাইখালী এলাকার স্থানীয় মাঠে পূর্ব কোদালা আমিন উল্লাহ স্মৃতি ক্রীড়া পরিষদ এই খেলার আয়োজন করে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোদালা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সামশুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল ইসলাম বটন, প্রবাসী আশরাফ উল্লাহ। সেলিম ডালিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফজলুল হক, মো. জাহাঙ্গীর মোস্তফা, শাহজাহান সিকদার, মোজাফফর চৌধুরী, আলী নূর তালুকদার মনি, আব্দুস সালাম, মো. এনাম, এনাম উল্লাহ প্রমুখ।