পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় পটিয়া ব্রাদার্স ইউনিয়নকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে বোয়ালখালী ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন বোয়ালখালী ফুটবল একাডেমির অধিনায়ক মোহাম্মদ জাহেদ। শনিবার বিকেলে পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে নির্ধারিত সময়ের খেলা ২–২ গোলে খেলা ড্র হয়। খেলা শেষে এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিটস’র নির্বাহী কমিটির সচিব কুতুব উদ্দিন রানা।