উৎসবমুখর পরিবেশে আনোয়ারায় খুরুস্কুল প্রিমিয়ার লিগের আয়োজনে নবম বারের মত কেপিএল দিবারাত্রি অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে খুরুস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সিলেট ফুটবল একাডেমি ২ –১ গোলে জুঁইদন্ডী ইয়ং সোসাইটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
হাফেজ এম আবদুল মান্নানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো.আলী হোসেন আরিফ। উদ্বোধক ছিলেন সমাজসেবক মোহাম্মদ হোসেন। উপস্থিত ছিলেন ফারুক সালাম তালুকদার, জুঁইদন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, মো. আশরাফুজ্জামান, সরওয়ার আলম, ফয়সাল হোসেন ফরহাদ, ইয়াছিন আরাফাত, দেলোয়ার হোসেন, ফেরদৌসুর রহমান টুন্টু, মুহাম্মদ হোসেন, আবদুচ ছত্তার, ছালেহ আহমদ, আবদুল কাদের ও নুরুল আমিন, রেজা খান শামীম, ডা. মো.কায়ছার, শেখ মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ইউনুছ, সেলিম উদ্দিন, আবু নাছের, সাইফুদ্দিন, আবু ছিদ্দিক, সাইফুল ইসলাম প্রমুখ।