কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন পাহাড়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক মা হাতির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালির লেচুয়াপ্রাং পাহাড়ের ঝিরিতে পাথরের উপর পড়ে মারাত্মকভাবে আহত হয় হাতিটি। গতকাল শনিবার সকালের দিকে মৃত অবস্থায় মা হাতিটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পুঁতে ফেলা হয়েছে। জেলা দক্ষিণ বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং পুনরুদ্ধার প্রকল্পের আওতায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) হ্নীলার সভাপতি জহিরুল ইসলাম জানান, পাহাড়ে ঝিরির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাটির অংশ ভেঙে পাথরের উপর পড়ে একটি মা হাতি মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়, বনকর্মী ও পাহারা দলের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে বন বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে শনিবার সকাল ৮টার দিকে হাতি রেসপন্স সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। পরে টেকনাফ প্রাণিসম্পদ হাসপাতালে খবর দেওয়া হয়। দুপুরের দিকে হাসপাতালের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত মা হাতির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে একই স্থানে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের উপসহকারী কর্মকর্তা হারাধন চন্দ্র সুশীল বলেন, পাহাড়ে ঝিরির মাটির অংশ বিশেষ ভেঙে পাথরের উপর পড়ায় হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতির শরীরে অন্য কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা বা পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, মৃত মা হাতিটিকে শনিবার বিকেল ৪ টার দিকে ঝিরির একই স্থানে পুঁতে ফেলা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গহিন পাহাড়ে শাবকের জন্ম দেওয়ার পর রক্তক্ষরণে মা হাতির মৃত্যু।