রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় অভিযান, খননযন্ত্র রেখে পালালেন চালক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় টের পেয়ে খননযন্ত্র (স্কেভেটর) রেখে চালক পালিয়ে যায়। পরে খনন যন্ত্রটি জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পাহাড় ও টিলা থেকে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খবর পেয়ে স্কেভেটর ফেলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। স্কেভেটর জব্দ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সালানা জলসার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা