হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রাঙ্গুনিয়ার শেখ হাসিনা পানি শোধনাগার থেকে আসা ওয়াসার একটি পাইপ ফেটে পুরো এলাকাটি প্লাবিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াসার পাইপ ফেটে পানি ত্রিশ–চল্লিশ ফুট উচ্চতায় উঠেছে। এতে চট্টগ্রাম–কাপ্তাই আঞ্চলিক মহাসড়কসহ আশেপাশের কয়েকটি দোকানপাট পানিতে তলিয়ে যায়। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে ১০–১২ ফুট উঁচুতে পানি ওঠায় প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এই এলাকা।
জানা গেছে, শেখ মার্কেটের সামনে দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর থেকে ওয়াসার একটি পাইপ বন্দর নগরীর দিকে গেছে। গতকাল সকালের দিকে ওই সড়কে একটি বেপরোয়া গতির কার ওয়াসার পাইপে আঘাত করলে পাইপের এয়ার রিলিজ ভাল্ব ভেঙে তীব্র গতিতে পানি বের হতে থাকে। পানি উপরে উঠে যাওয়ায় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। ঘটনার পর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ওই লাইনে পানির সঞ্চালন বন্ধ করা হয়। পাইপলাইন সংযোগের পাশে বেশ কয়েকজন দোকানদার সকালে দোকানে এসে দেখেন, পানিতে তাদের দোকানের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, একই স্থানে বারবার এমন ঘটনা ঘটলেও সঠিক উপায়ে মজবুতভাবে মেরামত হয় না। ছয় মাস আগেও একই জায়গায় গাড়ির ধাক্কায় পাইপ ফাটার ঘটনা ঘটেছিল।
রাঙ্গুনিয়ার শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিকালের মধ্যে পাইপলাইনের সংযোগ মেরামত কাজ সম্পন্ন হয়। এই দুর্ঘটনার কারণে নগরীর কিছু এলাকার পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল।
হাটহাজারী থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে এবং পাইপলাইনে আঘাত করা কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ একটি জিডি করেছে।












