বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১২:২৯ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলায় কাথরিয়ায় অগ্নিকা‌ণ্ডে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বসতঘরের সব মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাথরিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বধুর বর বাড়ির আলী হোসেনের বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কাথরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আলী হোসেনের বসতঘরের লাকড়ির চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এদিকে খবর পেয়ে বাঁশখালীর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৫ লক্ষাধিক টাকার মতো হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে মাটি কাটা বন্ধে অভিযানে উখিয়ার ইউএনও, আটক ১
পরবর্তী নিবন্ধট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বান্দরবানে ৩ জনের মৃত্যু