গাজায় হামলা চলছেই, যুদ্ধবিরতি এখনও কার্যকর হওয়া বাকি: ইউনিসেফ

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মুখপাত্র রোজালিয়া বোলেন জানান, গাজার আকাশে ড্রোন ওড়ার পরিচিত শব্দে শুক্রবার ঘুম ভেঙেছে তার। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গাজাবাসী খুবই উচ্ছ্বসিত ছিল। কিন্তু এখনও হামলা অব্যাহত আছে। বিমান হামলায় অনেক লোকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি এখনও কার্যকর হওয়া বাকি, বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানকে তিনি এমনটাই বলেছেন। খবর বিডিনিউজের। যুদ্ধবিরতি কার্যকর হলে শিশুদের বাড়ি ফেরানো ইউনিসেফের প্রথম দিককার কাজগুলোর একটি হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলহামাসের মধ্যে সমঝোতা অনুযায়ী, রোববার থেকে এ যুদ্ধবিরতিটি কার্যকর হওয়ার কথা। এদিকে বুধবার রাতে চুক্তির ঘোষণা আসার পর শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বুধবার রাত থেকে এ পর্যন্ত ২৭ শিশু ও ৩১ নারীসহ মোট ১০১ জন নিহত এবং ২৬৪ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতেও উত্তর গাজার আলজুর্ন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছে। আগের দিন মধ্য গাজার আরেকটি বাড়িতে হামলায় আরও ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালেও গাজার বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা অব্যাহত ছিল বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

পূর্ববর্তী নিবন্ধটানা তৃতীয় বছর কমলো চীনের জনসংখ্যা
পরবর্তী নিবন্ধমধ্যরাতে মাটি কাটা বন্ধে অভিযানে উখিয়ার ইউএনও, আটক ১