চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড, মীরসরাই বৌদ্ধ বিহার কমিটির সাথে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সিএমপির উপ–পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) সাকিলা সোলতানা। আশীর্বাদক ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাথেরো। ত্রিপিটক পাঠ করেন বোধিমিত্র মহাথেরো। প্রধান অতিথি বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। বৌদ্ধ সমপ্রদায় সবসময় এর প্রমাণ রেখেছে। বৌদ্ধরা অহিংসা ও মৈত্রীর মূলনীতিতে সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। সভার সভাপতি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া বলেন, আমাদের ধর্ম উপদেষ্টা একজন অসামপ্রদায়িক, সৎ, নিষ্ঠাবান, বিচক্ষণ মানুষ। তিনি বৌদ্ধ সমপ্রদায় তথা দেশের সকল সমপ্রদায়ের জন্য কাজ করতে চান। তাঁর আন্তরিক সহযোগিতায় আমার সর্বাত্মক চেষ্টা থাকবে আমার সমপ্রদায়ের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে যতটা সম্ভব কাজ করার। ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের। সরকার প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জিনলঙ্কার মহাথেরো, ধর্মকীর্তি মহাথেরো, তিলোকাবংশ মহাথেরো, দীপানন্দ ভিক্ষু, সুমঙ্গল মহাথেরো, তনহংকর ভিক্ষু, কেমি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।