সকল নেতাকর্মীকে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে

হলদিয়া বিএনপির সমাবেশে গিয়াস কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র অতীতে ছিল, এখনও আছে। পতিত স্বৈরাচারের দোসর ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তিনি দলের নেতাকর্মীদের দলের আদর্শ বুকে ধারণ করে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টিতে কাজ করার নির্দেশ দেন। গতকাল শুক্রবার হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হলদিয়া হযরত ইয়াছিন শাহ কলেজ মাঠে ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ছৈয়দ মো. কামাল উদ্দিন। উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবনের সঞ্চলনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুসলি উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, উত্তর জেলা বিএনপি সদস্য মো. আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, মো. ফিরোজ আহমদ, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, মোহাম্মদ ইকবাল হাসান, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আবুল কাসেম, হারুনুর রশিদ, অধ্যক্ষ আবদুল মান্নান, সাবেক কাউন্সিলর আশেক রসুল রোকন, খোরশেদ আলম জীকু, ইউছুপ তালুকদার, মো. ইকবাল, সৈয়দ মো. তৌহিদ, ছোটন আজম, মো. রাশেদ, নুরুল আলম তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবে : ফখরুল
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ৩৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার