আজ ড. মাহবুবুল হক স্মরণসভা

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

শিক্ষাবিদ, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, মুক্তিযোদ্ধা, সংস্কৃতি সংগঠক, এক সময়ের সংগ্রামী ছাত্রনেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ শনিবার সন্ধ্যা ৬:০০টায় থিয়েটার ইনস্টিটিউট হলে (টিআইসি) স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোক্তাট্রাস্টি প্রাবন্ধিকগবেষক মফিদুল হকসহ আরও অনেকেই তাঁর স্মৃতিচারণ ও মূল্যায়ন করবেন। অনুষ্ঠানে তাঁর পছন্দের গান পরিবেশন করবেন ‘রক্ত করবী’র সদস্যবৃন্দ।

মাহবুবুল হক গত ২৫ জুলাই ২০২৪ মৃত্যুবরণ করেছেন। চট্টগ্রাম ছিল তাঁর বিকাশ ও কর্মস্থল, এখানকার রাজনৈতিক আন্দোলন, সমাজপ্রগতি ও সাংস্কৃতিক জাগরণে কৈশোর থেকে আমৃত্যু তিনি সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তাঁর ৭৬ বছরের জীবন ছিল নানা কাজ ও কৃতিতে, অবদান ও সাফল্যে ঘটনাবহুল, তাৎপর্যময় ও বর্ণিল। সমাজ নানা পুরস্কার ও সংবর্ধনায় এবং রাষ্ট্র ২০১৯ সালে একুশে পদকের মাধ্যমে তাঁর অবদানের স্বীকৃতি দিয়েছে।

স্মরণসভায় ড. মাহবুবুল হক নাগরিক স্মরণসভা পরিষদের আহ্বায়ক আবুল মোমেন ও সদস্যসচিব কামরুল হাসান বাদল সবার সবান্ধব উপস্থিতি কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছি
পরবর্তী নিবন্ধবিএনপির দোয়া মাহফিল