সামপ্রদায়িক অপশক্তির সন্ত্রাসী দ্বারা আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলা ও সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর পুলিশের হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন সিকদার, বাসদ সদস্য নুরুল হুদা নিপু, স.ম ইউনুচ, সেলিম উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী।
সমাবেশে বক্তারা বলেন, সামপ্রদায়িক মৌলবাদীদের আস্ফালনে নবম–দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বই থেকে জুলাই গণঅভ্যুত্থানের আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে দেয়া হয়েছে। যেখানে বিভিন্ন সমপ্রদায়ের মানুষের মেলবন্ধনের অভূতপূর্ব দৃশ্য এঁকেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। এনসিটিবির এহেন সিদ্ধান্ত যেমন অনৈতিক, অন্যায্য তেমনি অনৈতিহাসিক। এই সিদ্ধান্ত সরাসরি জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী। এই গ্রাফিতি বহাল রাখার দাবি নিয়ে আদিবাসী শিক্ষার্থীদের এনসিটিবি কার্যালয় অভিমুখের মিছিলে উগ্র সামপ্রদায়িক গোষ্ঠী স্টুডেন্ট ফর সভারেন্টি নামক ভুঁইফোড় সংগঠনের সন্ত্রাসীর নৃশংসভাবে হামলা করে অনেককে আহত করে। পুলিশ থাকা সত্বেও তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তার পরিবর্তে যখন সংক্ষুব্ধ ছাত্র–জনতা এ হামলার বিচার চেয়ে মিছিলে করতে গেলে পুলিশ নির্মমভাবে প্রহার করে। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এদেশের ছাত্র–জনতার ছিল তার সাথে বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি নিয়ে তারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছে। কিন্তু সরকার বারংবার তা অস্বীকার করে আসছে। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে হলে দেশের সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।