দরবারে কামালিয়ার বার্ষিক ওরশ ২১ জানুয়ারি

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

কুতুবুল আকতাব হযরত শাহসূফী মাওলানা সৈয়দ কামাল শাহ’র (রহ🙂 বার্ষিক ওরশ শরীফ আগামী ২১ জানুয়ারি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে কর্মসূচির মাঝে রয়েছেগোসল শরীফ, খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ। ওরশ শরীফে সকল আশেকভক্ত ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (: জি: 🙂 ও নায়েবে মোন্তাজেম শাহজাদা মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী আন্তরিক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধুনগর কালীবাড়িতে ধর্মসভা আজ থেকে
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ