আধুনগর কালীবাড়িতে ধর্মসভা আজ থেকে

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগর পালপাড়া শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী ধর্মসভা ও মহানামযজ্ঞ আজ ১৮ জানুয়ারি থেকে শুরু হবে। অনুষ্ঠানে অধিবাস কীর্তন ও পৌরহিত্য করবেন রাধাগোপীনাথ সেবা সুখকুঞ্জের সেবক ধনঞ্জয় গোস্বামী। আজ শনিবার অনুষ্ঠানসূচিতে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানের সূচনা, স্তবস্তূতি পাঠ ও সমবেত প্রার্থনা, মধ্যাহ্নে পূজা ও উপাসনা এবং মহানামযজ্ঞের অধিবাস। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লায়ন দীপক চৌধুরী, অর্থ সম্পাদক অনুপ পাল ও সাধারণ সম্পাদক দীপু কান্তি পাল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ২৪ জানুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধদরবারে কামালিয়ার বার্ষিক ওরশ ২১ জানুয়ারি