নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে মহাশ্মশান কালী মায়ের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে– ২৪ জানুয়ারি ঊষালগ্নে মঙ্গলারতি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, চণ্ডীপাঠ ও সমবেত গীতাপাঠ, মাতৃপূজা, শিবপূজা, রাধাগোবিন্দ সেবাবন্দনা ও ভোগরাগ, মহানামযজ্ঞের শুভ অধিবাস, ২৫ ও ২৬ জানুয়ারি ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। মহানাম সংকীর্ত্তন পরিবেশন করবেন– কৃষ্ণভক্ত সম্প্রদায় (খুলনা), প্রভুপ্রিয়া সম্প্রদায় (গোপালগঞ্জ), দীপ্তি সম্প্রদায় (গোপালগঞ্জ), বিনোদ বিহারী সম্প্রদায় (ভোলা), গোঠের রাখাল সম্প্রদায় (চট্টগ্রাম) জয়গৌর সম্প্রদায় (সাতক্ষীরা)। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ (বিশু) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।