‘আপা আপনার চেইন খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে।’ এটি বলতে না বলতেই দুটি মোটরসাইকেল এসে এক নারীর পথ রোধ করে ওই নারীর গলা থেকে টান দিয়ে চেইন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় পর্যটন শহর কক্সবাজারের জনবহুল এলাকা গোলদিঘির পাড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছিনতাইয়ের শিকার অমিতা নাথ সদর হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত। তিনি সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন।
অমিতা নাথ জানান, হঠাৎ দুটি মোটরসাইকেল এসে তাকে ঘিরে ধরে। ‘আপনার চেইন আমার পছন্দ হয়েছে’ বলেই চেইনটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার পর পর স্কুল অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
একাধিক প্রত্যক্ষদর্শীর জানান, সংঘটিত ঘটনার সময়ও ওই স্থানে অনেক লোকজনের সমাগম ছিল। আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইচক্র জনসম্মুখে ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে।
এ প্রসঙ্গে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন সরকার বলেন, কক্সবাজার শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তা অস্বীকার করার সুযোগ নেই। এমনকি আমার ফাঁড়ির (শহর পুলিশ ফাঁড়ি) পুলিশ সদস্যও ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন।
তিনি বলেন, কক্সবাজার শহর অনেক বড় এলাকা। সেই তুলনায় পুলিশের বাহন, জনবল নেই। তবু পুলিশ ছিনতাইসহ অপরাধ রোধে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গেল কয়েকমাসে অর্ধশতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার পর পর স্কুল অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।