চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বিহারে স্মরণসভা

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বিহারের উপাসিকা জুনি রানী বড়ুয়ার মৃত্যুতে স্মরণসভা, সাপ্তাহিক সংঘদান, অষ্ট পরিষ্কারদান, বুদ্ধমুর্তি দান অনুষ্ঠান গত ১৪ জানুয়ারি চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন উপসংঘরাজ রতনশ্রী মহাথের, সুমঙ্গল মহাথেরো, সংঘানন্দ মহাথের, আর্য্যশ্রী থেরো। বক্তব্য দেন, প্রফেসর অর্থদর্শী বড়ুয়া, কল্যাণ বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বিনয় ভূষন বড়ুয়া, প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, বিভূতি রন্‌জন বড়ুয়া, শ্যামল চৌধুরী, রন্‌জন বড়ুয়া, জুসি বড়ুয়া, রূপালী বড়ুয়া, লেখক অনামিকা বড়ুয়া প্রমুখ। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরিবারের পক্ষ থেকে প্রয়াতার নাতি উজ্জ্বল বড়ুয়া ও বিজয় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইউনুছ
পরবর্তী নিবন্ধ‘ইসলামী সাহিত্য-সংস্কৃতি চর্চায় কানু শাহ (রা.) অনুপম দৃষ্টান্ত’