ব্র্যাড পিটের প্রেমে মজে ফরাসী নারীর খসল ৮ লাখ ইউরো

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

পিপল ম্যাগাজিনের সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ খেতাব একাধিকবার পেয়েছেন এমন পুরুষ আছেন কেবল চারজন। তাদের একজন হচ্ছেন অভিনেতা ব্র্যাড পিট। এমন বিশ্বখ্যাত সুপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলে সেটি সম্ভবত অধিকাংশ নারীর জন্যই হাতে আকাশের চাঁদ পাওয়ার মতোই মনে হবে। খবর বিডিনিউজের।

সেই চাঁদের জন্য সামান্য অর্থ খরচ তো করা যেতেই পারে। না? এমনটাই ভেবেছিলেন ফরাসী নারী অ্যান। বেচারা ব্র্যাড অল্প সময়ের তুচ্ছ এক আর্থিক সংকটে পড়েছেন। আর সেজন্য তিনি নতুন প্রেমিককে পাঠিয়েছেন আট লাখ ৩০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১০ কোটি টাকা। সবই ঠিক ছিল, কেবল কিবোর্ডের পেছনের মানুষটি ছিলেন না সত্যিকারের ব্র্যাড পিট! অর্থ হারানোর পাশাপাশি এখন অ্যানকে বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে ফরাসি টেলিভিশনে। বিদ্রুপের তীব্রতা এতাটাই ছিল যে, ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১ এ অ্যানকে নিয়ে করা অনুষ্ঠানটি কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিতে বাধ্য হয় বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইসরাইল ব্যর্থ : হামাস
পরবর্তী নিবন্ধগাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক : এরদোয়ান