বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় ক্রীড়া পক্ষের উদ্বোধন

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষের শুভ সূচনা উপলক্ষে গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক মাওলানা কাজী আ..ম মনজুর হায়দার সিদ্দিকির সভাপতিত্বে বিপিএড শিক্ষক আবু হেনা মোহাম্মদ সৈয়দ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে আলোচনায় অংশগ্রহণ করেন শেখ ফয়জুল্লাহ আহমদ, ইলিয়াস মুহাম্মদ শোয়াইব, মঞ্জুরুল কাদের, আবু তাহের ফারুকী, সাঈদুল ইসলাম পাটোয়ারী শওকতুল ইসলাম, আনোয়ার হোসেন, আরিফুল মুস্তফা, আব্দুন নুর,তোফাজ্জল হোসেন, নাসির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, পেয়ার মোহাম্মদ, সালেহা বেগম, মাসুদ পারভেজ, মিজানুর রহমান, সানজিদ মাহামুদ, মিসবাহ উদ্দিন, আবু তাহের নূরী, ক্বারী ফরিদুল হক, সৈয়দুল করিম তাহেরী, দিলদার ফারুক প্রমুখ। পরে ফিতা কেটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধনিরব স্মৃতি অনূর্ধ্ব -১৬ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন