খো খো বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠানরত প্রথম খো খো বিশ্বকাপে ছেলে ও মেয়ে দুই বিভাগেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াই। পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পুরুষ বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে, তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ও চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারিয়েছে। নারী বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে জার্মানিকে, তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে শেষ ম্যাচে হেরেছে নেপালের কাছে। পুরুষ বিভাগে ২০ ও নারী বিভাগে ১৯ টি দেশ অংশ নিচ্ছে খো খো’র প্রথম বিশ্বকাপে। ১৯ জানুয়ারি দুই বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই বিশ্বকাপ।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে ফিলিপাইনের অনারারি কনসালের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধহামজার সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সাক্ষাৎ