মমতা পরিচালিত ‘গৃহভিত্তিক গার্মেন্ট শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় নারী শ্রমিকদের অধিকার, নারীর ক্ষমতায়ন ও আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান ফ্যাসিলিটেটর ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. গিয়াস উদ্দিন, কো–ফ্যাসিলিটেটর ছিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোকশেদুল আলম। প্রশিক্ষনটি ১৩–১৬ জানুয়ারী ও ১৯–২০ জানুয়ারী পর্যন্ত ৩টি ব্যাচের প্রশিক্ষন কর্মসূচি রয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। বক্তব্য রাখেন মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রকল্প সমন্বয়কারী সহ অন্যান্যরা। ইউরোপীয়ান ইউনিয়ন ও অঙফামের আর্থিক ও কারিগরী সহায়তায় চসিকের ১৬টি ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করছে মমতা। প্রশিক্ষনে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমের ধরণ ও প্রেক্ষাপট, শোভন কর্মক্ষেত্রের ধারনা, জেন্ডারভিত্তিক শ্রম বিভাজনে নারীর অবস্থা ও অবস্থান, শ্রম অধিকার, স্থানীয় ও আর্ন্তজাতিক শ্রম আইনে শ্রমিকের অধিকার, নারীর ক্ষমতায়নের উপাদান, নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।