জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সবাই একমত : আইন উপদেষ্টা

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে সকল রাজনৈতিক দল ও সংগঠন ঐকমত্য পোষণ করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, স্পষ্টভাবে বললে, এই ঘোষণাপত্র অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল, শক্তি, ছাত্রজনতার বিভিন্ন ফোরামের সাথে আরও নিবিড় আলোচনার মাধ্যমে তৈরি করতে হবে। সর্বসম্মতিক্রমে এটা তৈরি করতে হবে। খবর বিডিনিউজের।

অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক সমাজ নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগী হয়। তার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সবাই একমত পোষণ করেছে। এ ধরনের একটি ঘোষণাপত্রের দরকার আছে। তবে এর পদ্ধতিগত বিষয়ে কিছু পরামর্শ এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, অনেকগুলো সাজেশন এসেছে। মোটাদাগে বলতে গেলে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার অবদান বলতে হবে, ঘোষণাপত্রের ধারাবাহিকতা উল্লেখ করতে হবে। ঘোষণাপত্রের পলিটিক্যাল এবং লিগ্যাল নেচার কী হবে তা স্পষ্ট করতে হবে।

সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র তৈরির ওপর জোর দিয়ে আসিফ নজরুল বলেন, এটা করতে গিয়ে বাড়তি সময়ের প্রয়োজন হলেও সরকারকে সেটা নেওয়ারও পরামর্শ এসেছে দলগুলোর তরফে। সেটার (এটা প্রণয়নে) জন্য যতটা সময় প্রয়োজন ততটাই নেওয়া যেতে পারে। কিন্তু এদিকেও লক্ষ্য রাখতে হবে, যেন অযথা কালক্ষেপণ না হয়। সবাই এখানে একমত হয়েছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করতে পারব। যেই ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার সরকারের পতন আমরা ঘটিয়েছি সেই জাতীয় ঐক্যের ন্যারেটিভ আমরা একত্রে দিতে পারব।

পূর্ববর্তী নিবন্ধজুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যে যেন ফাটল না ধরে : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু