শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে শেষ হয়েছে গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে গতকাল বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত ৫ পারা ও ১০ পারা উভয় গ্রুপের ফাইনাল রাউন্ডে মোট ৫শ’ প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফাইনালে ৮টি বুথে ১৬ জন বিচারকের মাধ্যমে দুই ধাপে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়ে সেরা ২০ জন থেকে উভয় গ্রুপে ৫জন করে স্বর্ণ–রৌপ্য পদক, ক্রেস্ট ও প্রাইজবন্ডসহ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিজয়ী মুকুট পরানো হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ লক্ষ টাকার অধিক পুরস্কার প্রদান করা হয়। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ সম্মাননা পুরস্কার এবং প্রতিযোগীদের শিক্ষকগণের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.), সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি সৈয়দুল হক খান, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন এবং চবি আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওসমান মেহেদী। অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদ ও বিভিন্ন উপজেলা, থানা ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও গতকাল বুধবার আটটি দেশের আন্তর্জাতিক দায়রা শাখাসমূহের পুনর্মিলনী উপলক্ষে মাইজভাণ্ডারী সুফি খালওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। প্রেস বিজ্ঞপ্তি।