বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে হামলা ও গুলির ঘটনায় এবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রীসহ ১২৪ জনকে। গতকাল বুধবার কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাতে তহমুল ইসলাম মাজহারুল নামে এক ব্যক্তি কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। ২৭ বছরের তহমুল ইসলাম কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। খবর বিডিনিউজের।
মোবাইলে যোগাযোগ করা হলে তহমুল ইসলাম নিজেকে বিএনপির একজন কর্মী পরিচয় দিয়ে বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের তালিকায় তার নাম রয়েছে।
ওসি জানান, মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদর নাম রয়েছে আসামি তালিকার তিন নম্বরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিয়ে কিশোরগঞ্জে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতিকে আসামি করা হলো। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন– শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), রাদওয়ান সিদ্দিক ববি, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলুল করিম সেলিম, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শামীম ওসমান, কবির বিন আনোয়ার, তারিক আহমেদ সিদ্দীক এবং নাজমুল হাসান পাপন ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। এছাড়া জেলার পাঁচজন সংসদ সদস্যসহ অন্য আসামিরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতা–কর্মী। ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।