গভীর রাতে আগুনে পুড়ে গেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের তিনটি ইকো রিসোর্ট। এ সময় ঘুমন্ত পর্যটকদের ডেকে তুলতে পারায় এবং অন্যরা বাইরে অবস্থান করায় কেউ হতাহত হননি। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তিন রিসোর্টের মধ্যে রয়েছে বিচ ভ্যালি, কিংশুক ও সাইরি ইকো রিসোর্ট। আগুনে তিন রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে অন্তত ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রিসোর্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টের মালিকদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মধ্যরাতে সেন্টমার্টিনের পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এতে সাইরির অভ্যর্থনা কক্ষ, পাশে থাকা বিচ ভ্যালির ১৮টি কক্ষ, কিংশুক ইকো রিসোর্টে ৭টি কক্ষ পুড়ে যায়। বাতাস থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত ঘুম থেকে জেগে উঠা ও অন্যরা বাইরে থাকায় কোনো পর্যটক হতাহত হননি। স্থানীয় বাসিন্দা, পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার আলম পরিবার নিয়ে গত রাতে সেখানেই ছিলেন। মুঠোফোনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, আমি বউ–বাচ্চা নিয়ে দীর্ঘদিন পরে সেন্টমার্টিন এসেছি। আমার বাচ্চাদের সামনে তিলে তিলে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে।