ইনজুরিতে বিপিএল শেষ রাকিম কর্নওয়ালের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

মাঠের ক্রিকেটে এমনিতেই সময় খুব ভালো কাটছে না সিলেট স্ট্রাইকার্সের। এর মধ্যে আরেকটি বড় ধাক্কা এলো তাদের জন্য। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাকিম কর্নওয়াল। বিপিএলের সিলেট পর্ব শেষে দেশে ফিরে গেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। কুঁচকিরে ইনজুরির কারণে দলের সবশেষ ম্যাচটি খেলতে পারেননি কর্নওয়াল। সেই ইনজুরিই তাকে পুরোপুরি ঠেলে দিল বাইরে। সিলেট স্ট্রাইকার্সের ফিজিও জহুরুল হক জানিয়েছেন, সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে ৩১ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারের। বাংলাদেশে আসার পর অসুস্থতার কারণে দলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি কর্নওয়াল।

পূর্ববর্তী নিবন্ধগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ
পরবর্তী নিবন্ধবরইছড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল প্রশিক্ষণ উদ্বোধন