আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে সম্মানীর নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তিনি আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান ছিলেন। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ নিষেধাজ্ঞা দিয়েছেন।
এদিকে একই দিন নগরীর ৪টি থানার ৫টি মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির পৃথক ৪ টি আদালত।
এর আগে পুলিশের পক্ষ থেকে এ ৫ টি মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করেন। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু দৈনিক আজাদীকে বলেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত নদভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।
আদালতসূত্র জানায়, নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। তিনি সম্মানীর নামে নদভীর ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করছেন। আদালতে করা আবেদনে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, নদভী তার পদের অপব্যহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক। মহানগর পিপি মফিজুল হক ভূইয়া দৈনিক আজাদীকে বলেন, কোতোয়ালী, পাঁচলাইশ, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ৫ টি মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১২ জানুয়ারি লোহাগাড়া থানার ৩টি ও সাতকানিয়া থানার দুটি মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নদভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন। গত ১৫ ডিসেম্বর নদভীকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের একাধিক থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রথমে ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।