কক্সবাজারের পেকুয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ১ হাজার পিচ ইয়াবাসহ হারুন নামক এক ব্যক্তিকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
জানাযায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পেকুয়া বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টারে উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ির বাসিন্দা পরিচয় দিয়ে একটি পার্সেল বুকিং দেয়। এতে কুরিয়ার সার্ভিস সেন্টারে কর্তব্যরত কাউন্টার ম্যানের সন্দেহ হলে বিষয়টি কৌশলে পুলিশকে জানায়।
পরে পেকুয়া থানার উপ পরিদর্শক উগ্যজাই মার্মা ও উপ পরিদর্শক মোজাম্মেল ওই কুরিয়ার সার্ভিস সেন্টারে গিয়ে পার্সেল তল্লাশি করলে ১হাজার পিচ ইয়াবা উদ্ধার করে হাতে নাতে পাচার কারী হারুনকে আটক করে।
আটক হারুন পেকুয়ার টইটং সোনাইছড়ির ৭ নং ওয়ার্ড় বসবাস করে বলে জানালেও তার জাতীয় পরিচয় পত্র দেখে নিশ্চিত হওয়া যায় সে কক্সবাজার পৌর এলাকার টেকপাড়ার সৈয়দ আহমদের ছেলে।
আটকের বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে হারুন নামে একজনকে ১ হাজার পিচ ইয়াবা সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে এর আগেও কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে ইয়াবা পাচার করে। আটক হারুনের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।