বিস্ফোরকসহ ৮ মামলায় কারাগারে ইঞ্জিনিয়ার মোশাররফ

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৪:৩৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিস্ফোরক ও দ্রুত বিচারসহ ৮টি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। যদিও সুচিকিৎসা ও বিশেষ সুবিধা আবেদন মঞ্জুর করে আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিস্ফোরক, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনের নানা মামলায় আদালতে হাজির করা হয় তাকে। এ সময় আদালত চত্বর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জোরারগঞ্জ ও মীরসরাই থানার ৮ মামলায় তার আইনজীবী জামিন আদেবন করলেও সবকটিতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ ও ৫ম আদালতের বিচারক। এ সময় আবেদনের প্রেক্ষিতে সুচিকিৎসা ও বিশেষ সুবিধার জন্য ডিভিশন মনজুর করেন আদালত।

অ্যাডভোকেট মজিবুর রহমান চৌধুরী (ফারুখ) বাদি পক্ষের আইনজীবীরা জানান, জোরারগঞ্জ থানার ৪টি মামলায় চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মাহমুদ হক কারাগারে পাঠানো নির্দেশ দেন। পরে মীরসরাই থানার ৪টি মামলায় চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের মোস্তাকিম তাসিন একইভাবে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন চৌধুরী পাবলিক প্রসিকিউট জানান, মামলাগুলো তদন্তে আছে, অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে একই সময় চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দীন নদভীকে হাজির করা হয় মহানগর আদালতে। পরে নগরীর হত্যা ও ভাঙচুরসহ পৃথক ৫টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেন নানা আদালতের বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসাবেক আইজিপি আজিজুল হক আর নেই
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার