খেলোয়াড়কে লাল কার্ড দেওয়ায় সংঘর্ষ, আহত ২০

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালী সরল ইউনিয়নের দক্ষিণ মিনজিরীতলা খালাইচ্যার পাড়া ইয়াং স্টার কর্তৃক ফুটবল খেলার ফাইনাল ম্যাচ ছিল সোমবার রাতে । ফাইনালের দুই দল ছিল মিনজিরীতলা খালাইচ্যার পাড়া ইয়াং স্টার একাদশ ও পৌরসভার আসাকরিয়া পাড়া একাদশ। রেফারি এক খেলোয়াড়কে লাল কার্ড দেখালে তা নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিভিন্ন স্থানের ২০/২৫জন দর্শক আহত হয়। বাঁশখালী হাসপাতালে জরুরি বিভাগে আক্তার, হোসেন, দিদার, নজরুল, সোহেল, কামাল, রহমান সহ বেশ কয়েকজন চিকিৎসা গ্রহণ করে । এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে থানা সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে একই বাথরুমে মা-মেয়ের মরদেহ
পরবর্তী নিবন্ধহত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেত্রী নিশি রিমান্ডে