আন নিসা একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত শনিবার উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন নিসা একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন নিসা একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, মেয়েদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার মাধ্যমে এ সমাজকে আলোকিত ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক উপহার দিতে সক্ষম হব আমরা।

নারীরা শিক্ষায় ও নৈতিকতায় এগিয়ে গেলে বিশ্ব এগিয়ে যাবে। বিশেষ অতিথিদের বক্তব্যে আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল এমদাদুল্লাহ বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে আন নিসা একাডেমির ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে আল হাসানাইনের ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা তারেক জামিল বলেন, সমাজে মেয়েদের কাজের পরিধি ব্যাপক তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে পারলে সমাজে পরিবর্তন আসতে বাধ্য। সভাপতির বক্তব্যে আন নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ একসাথে কাজ করলে প্রত্যাশিত ফলাফল আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যে আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম বলেন, অভিভাবকদের তদারকি ও সচেতনেতা মান সম্মত শিক্ষা অর্জনের অন্যতম শর্ত। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে তাওহীদুল উম্মাহ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ওমর ফারুক, রিয়াজউদ্দীন বাজার মার্কেট মাসজিদের ইমাম ও খতীব সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের মানপত্র পাঠ করে ও ফুল দিয়ে বরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারদা সূর্য সেনের স্মৃতিবিজড়িত গৈড়লা গ্রাম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব