বৃটিশবিরোধী আন্দোলনের মহানায়ক ও অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্যেসেনের ৯১ তম ফাঁসি দিবসে জে.এম.সেন হল আবক্ষ ভাস্কর্যে গতকাল রোববার বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি টিকলু কুমার দে, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক দীপ্ত নূর, সদস্য অরিত্র, স্নেহেন্দু বণিক, ঋষু সাহা প্রমুখ। বাসদ : বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশের আয়োজন করেছে। গতকাল রবিবার নগরের আন্দরকিল্লা জেএমসেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আকরাম হোসেন, আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন এবং উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।