খাগড়াছড়িতে পুলিশের ১৬৩ নবীন সদস্যের শপথ গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের ১৬৩ জন নবীন সদস্যের শপথ গ্রহণ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ১০ম টিআরসি ব্যাচ ২০২৪ এর শপথ গ্রহণের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল খন্দকার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন পুলিশ সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন। তিনি দেশ মাতৃকার যে কোনো সংকটে বাংলাদেশ পুলিশকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান। এ সময় ১৬৩ জন নবীন সদস্য ৬ মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধশুক্লাম্বর দীঘি পুণ্যস্নান ও বার্ষিক মেলা কাল
পরবর্তী নিবন্ধঅধ্যাপক তাসনিম উদ্দীন চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন