ওষখাইন রজায়ী দরবারের বার্ষিক ওরশ আজ

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্‌ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ’র (রহঃ) পৌষ বিষু ও বার্ষিক ওরশ উপলক্ষে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে খতমে বুখারী ও মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ীর (মাঃজিঃআঃ) সম্পাদনায় বিভিন্ন কিতাবাদীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠিত হবে। কিতাবাদী মধ্যে রয়েছে, তাফসীরে রজায়ী, দরুদে মোস্তাফা, জীবন গড়ার সহজ পথ রজায়ী ত্বরিকত, শাজরা শরীফ, ফিৎনায়ে দাজ্জালে আকবর। এতে দেশ বরণ্য বহু আলেম ওলামাগণ উপস্থিত থাকবেন। আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলেরজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী প্রকাশ (রজায়ী হুজুর)। ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দীন রজায়ীর সার্বিক নিদের্শনায়কর্মসূচির মধ্যে রয়েছে, খতমে বুখারী শরীফ। বাদে আছর বই প্রকাশনা উৎসবে অতিথি থাকিবেন আল্লামা আবুল কাশেম নূরী মা.জি.আ। বাদ মাগরিব মিলাদ মাহফিল, বাদ এশা আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণ। অনুষ্ঠানে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি
পরবর্তী নিবন্ধহাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের ২য় বর্ষপূর্তি