সিরাজগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পদ ও ১৬টি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও তার ১৯ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন চারটি কোম্পানির ১ লাখ ২০ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, তার (হেনরী) বিরুদ্ধে মামলা তদন্তাধীন রয়েছে। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার জন্য আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন কৌঁসুলি রেজাউল করিম রেজা। খবর বিডিনিউজের।
যেসব সম্পদ জব্দ : সাবেক এমপি হেনরীর জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সিরাজগঞ্জের মুজিব সড়কের ৭ তলা বাড়িসহ জমি, একই জেলার ভূতেরদিয়ারে জমিসহ বাড়ি, সদানন্দপুরে জমিসহ ফ্ল্যাট, রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট ও সিরাজগঞ্জের রতনকান্দির বাহুবায় দুইতলা ভবন। এ সম্পত্তিগুলোর দলিলমূল্য ৫ কোটি ২২ লাখ ১৪ হাজার টাকা। এছাড়াও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯.৮২ একর জমি জব্দের তালিকায় রয়েছে। ৪০টি দলিলে কেনা এসব জমির দলিলমূল্য ১১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা। দুদকের আবেদনে জান্নাত আরা হেনরীর ৪ কোটি ২০ লাখ মূল্যের ১৬টি গাড়ির কথাও উল্লেখ করা হয়েছে।
দুদক বলছে, জান্নাত আরা হেনরীর নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়ী, চলতি, ডিবিএস, এসএনডি ও এফডিআরসহ বিভিন্ন হিসাবে ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, তদন্তে জান্নাত আরা হেনরীর নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকে (আরজেএসসি) নিবন্ধিত ৪টি লিমিটেড কোম্পানিতে মালিকানা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে, যার মালিকানা হস্তান্তর রোধ করা প্রয়োজন। এসব বিনিয়োগের মূল্য ধরা হয়েছে এক কোটি ৩৪ লাখ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ৩৫টি ব্যাংক হিসাবে দুই হাজার দুই কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনেরও প্রমাণ মিলেছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হেনরীর বিরুদ্ধে গত ২০ অগাস্ট দুদক অনুসন্ধান শুরু করে। এরপর গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ তিনি গ্রেপ্তার হন।