চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে ৪ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে কর্ণফুলীর বিএফডিসি এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এমবি মিরা-২ নামের একটি ফিশিং বোট থেকে এসব জাটকা জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর বিএফডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ফিশিং বোডে তল্লাশি চালানো হয়। পরে বোডে থাকা প্রায় ৪হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানা গেছে।
পরে জব্দ করা জাটকা আনোয়ারা, কর্ণফুলী বাঁশখালীসহ নগরীর ৩৮টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।