বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অধ্যায়ের যবনিকা ঘটলো। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। শুধু ওপেনার নয়, পরিসংখ্যানের হিসেবে তামিম দেশেরই সেরা ব্যাটার। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে এমন অসংখ্য রেকর্ড গড়েছেন, যা ভাঙা কঠিন। তার কিছু উল্লেখযোগ্য রেকর্ড নিচে তুলে ধরা হলো।
প্রথম ১৫ হাজার রানের মালিক তামিম : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট রান ১৫,১৯২। তামিমের পর এই ক্লাবে ঢুকেছেন মুশফিকুর রহিম। তার রান এখন ১৫৩০০।
সর্বাধিক সেঞ্চুরি : তিন ফরম্যাটে তামিমের সেঞ্চুরির সংখ্যা ২৫। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম বেশ পিছিয়ে। তার সেঞ্চুরি ২০টি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তামিম । ১৪টি সেঞ্চুরি করেন তিনি।
তিন ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি : তামিম বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যাটার যিনি টেস্ট, ওয়ানডে এবং টি–টোয়েন্টি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি এই কীর্তি গড়েন।
সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংস : আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ১১৯, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
ওয়ানডেতে সবচেয়ে বেশি রান : ২৪৩ ওয়ানডেতে ৮ হাজার ৩৫৭ রান করেছেন তামিম। যা কিনা এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম ২৭২ ওয়ানডে খেলে করেছেন ৭ হাজার ৭৯৩।
ওয়ানডেতে এক ভেন্যুতে রানের বিশ্বরেকর্ড : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৮৭টি ওয়ানডে খেলে ২,৮৫৩ রান করেছেন, যা এক ভেন্যুতে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড। এই রেকর্ডে পরে দুটি নামও বাংলাদেশের–মুশফিক (২৬৮৪) ও সাকিব (২৬৫৬)।
ওয়ানডেতে কম বয়সে সেঞ্চুরি : ওয়ানডে ফরম্যাটে ১৯ বছর ২ দিন বয়সে সেঞ্চুরি করেন তামিম, যা কিনা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং সারা বিশ্বে ষষ্ঠ সর্বকনিষ্ঠ।
টেস্টে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড : ২০১৫ সালে ইমরুল কায়েসের সঙ্গে মিলে তামিম ৩১২ রানের ওপেনিং জুটি গড়েন, যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটির বিশ্বরেকর্ড।
টানা তিন টেস্টে সেঞ্চুরি : টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম। ২০১৪–১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
টানা ৫ ইনিংসে ফিফটি : টেস্ট এবং ওয়ানডেতে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটার তামিম।
টেস্টে সর্বোচ্চ ছক্কা : টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা হাঁকানো ব্যাটার তামিম। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪১টি ছক্কাও তামিমের।
সবচেয়ে বেশি শূন্য : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক বা শূন্যের বিব্রতকর রেকর্ডও তামিমের। ৩৬টি শূন্য এসেছে তার ব্যাট থেকে।
দেশের হয়ে সবচেয়ে বেশি বাউন্ডারি : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৭৬০ টি চার মেরেছেন তামিম ইকবাল।