প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নগরীর বন্দর স্টেডিয়ামে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), কমোডর কাওছার রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। অতিথিবৃন্দ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীদের নৈতিকতার বোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য ধর্মীয় মূল্যবোধ, দেশাত্মবোধ, নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধে উজ্জীবিত করার বিকল্প নেই বলে মন্তব্য করে বক্তাগণ আশা প্রকাশ করেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠানে চারটি হাউসের অধীনে সিনিয়র ও মিডল স্কুলের সহস্রাধিক প্রতিযোগী মোট ৭৬টি এবং জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা মোট ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করে। সিনিয়র ও মিডল স্কুল বালকদের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থী জাওয়াদুল আলম আরসান এবং বালিকাদের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থী সারা ইমরান স্কুল চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে কাইট হাউস স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মোঃ গোলজার আলম (আলমগীর), স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, উপাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধএবিটস টাইগার গোল্ডকাপ ফুটবলে চন্দনাইশ ফুটবল একাডেমির জয়
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ খেলার টিকেট নিয়ে ও. ইন্ডিজ থেকে ফিরতে চান নিগার