নজুমিয়া হাটে শাহ আলম স্মৃতি ফুটবলে ঝিক ঝিক একাদশ চ্যাম্পিয়ন

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

নজুমিয়া হাট একতা সংঘ আয়োজিত ২য় শাহ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঝিক ঝিক একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ১০ এম জে ফাউন্ডেশনকে পরাজিত করেছে। একমাত্র জয়সূচক গোলটি করেন জয়ী দলের ইপতু। তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে প্রধান অতিথি সাংবাদিক ও সাবেক কৃতী ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাবেক কৃতী ফুটবলার ও সমাজসেবক মো. শওকত ইকবাল দুলালের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক আবুল কালাম আবুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেলিম উল্লাহ খান, মো. মোজাহের ইসলাম, সিদ্দীক আহাম্মদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাজী অলি মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘ আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট শুরু