নিষ্পাপ অটিজম স্কুলে মতবিনিময়

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৪১ পূর্বাহ্ণ

নগরীর প্রবর্তক মোড়স্থ নিষ্পাপ অটিজম স্কুলের অভিভাবক সমাবেশ ও PUM Netherlands হতে আগত সিনিয়র ইন্টারন্যাশনাল এঙপার্ট কারিন ফ্রাংকেইনের সাথে মতবিনিময় সভা গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ রোসাংগীর। এতে এক্সপার্ট কারিন ফ্রাংকেইন বিশেষ শিশুদের থেরাপী বিষয়ক মূল বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চমেক সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডা.এম আমিনউদ্দিন নিষ্পাপের ৩ টি প্রতিষ্ঠান পরিচালনাসহ স্থায়ী কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে সেবাকে স্থায়ী রূপ দেয়ার চলমান প্রকল্পের প্রশংসা করেন। কারিন ফ্রাংকেইন নিষ্পাপ অটিজম ফাউণ্ডেশন পরিচালিত নিষ্পাপ অটিজম স্কুলের ক্লাশ রুম এবং মায়াকানন কমপ্লেক্স পরিদর্শন করেন এবং নিষ্পাপের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন ও ভবিষ্যতে নিষ্পাপের সাথে থাকার আশ্বাস প্রদান করেন। নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী নিষ্পাপের কার্যক্রমের উপর ডকুমেন্টারী উপস্থাপন করেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন পুম নেদারল্যান্ডসের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. কলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন নিষ্পাপ সাধারন সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। বক্তব্য রাখেন অধ্যাপক ডা.আশরাফুল ইসলাম, অভিভাবক প্রিয়াংকা কর্মকার, ও কার্যকরী পরিষদ সদস্য মো. জমির।ধন্যবাদ জ্ঞাপন করেন নিষ্পাপ অধ্যক্ষ সোমা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাস চাপায় পথচারী বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধজামায়াতকর্মীদের ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে