স্বৈরাচারী শাসনের অবসানে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপট তৈরি হয়েছে

মানিকছড়িতে সুধী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

আনুপাতিক হারের নির্বাচন পদ্ধতি ‘কোয়ালিটি সংসদ’ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। গত ১০ জানুয়ারি মানিকছড়ি উপজেলা জামায়াতের কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্ব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আবদুল মোমেন ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন। বক্তব্য দেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আমানউল্লাহ, নুর হোসেন, মোক্তার হোসেন প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাইআগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু একটি স্বৈরাচারী শাসনের অবসান নয়, দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তনেরও প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিগত স্বৈরাচার সরকার দেশের গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের ছাত্রজনতা ত্যাগ স্বীকার করেছেন, যা উন্নয়নশীল বিশ্বে বিরল। কাজেই সংসদকে গণতন্ত্র ও দেশ গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হলে একটি উচ্চমানের সংসদ গঠনের কোনো বিকল্প নেই যা আনুপাতিক হারের নির্বাচন পদ্ধতির মাধ্যমে হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে বায়তুল ইরফান মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআনোয়ারা ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ